২৪ এর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাউজানে জামায়েত ইসলামীর বিশাল র্যালী

চট্টল সময় ডেক্স ঃ

২৪ এর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার জামায়েত ইসলামী বাংলাদেশ রাউজানে বর্ণাঢ্য র্যালী করেছে। সহা¯্রাধিক কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত বিশাল র্যালী চট্টগ্রাম-রাঙ্গামাটি, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান অংশসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নারায়ে তকবির-আল্লাহু আকবর, বিচার চাই বিচার চাই গণহত্যার বিচার চাই, দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা ইত্যাদি শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে। তারা উপজেলার গহিরা, মুন্সিরঘাটা, জলিলনগর, পাহাড়তলী, নোয়াপাড়ার মত গুরুত্বপূর্ণ পয়ন্ট সমূহে সমাবেশ করেন। এসব সমাবেশে বক্তাগণ বলেন এদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন চায়। জামায়াতে ইসলামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বদ্ধ পরিকর।

 

বৈষম্যমুক্ত, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়েত ইসলামী যুগে যুগে কাজ করে আসছে উল্লেখ করে বলেন স্বৈরচার ও ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন করতে গিয়ে জামায়েত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। ভারতীয় আধিপত্যবাদি স্বৈরচারের হামলা মামলার শিকার হয়ে শত শত নেতাকর্মীকে বছরের পর বছর গুম করা হয়েছে, মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে হাজার হাজার নেতাকমী।

 

সমাবেশে বক্তারা আরো বলেন রাউজানকে খুন,সন্ত্রাস,চাঁদাবাজ ও নৈরাজ্যমুক্ত শান্তির জনপদে পরিণত করার লক্ষ্য নিয়ে জামায়েত ইসলামী জনমত সৃষ্টিতে মাঠে কাজ করছে। রাউজানের আমীর শাহজাহান মঞ্জুর নেতৃত্বে নেতাকর্মীরা দাওয়াত নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন। দলের এই লক্ষ্য উদেশ্যকে সফল করতে রাউজানবাসীকে জামায়েত ইসলামীর পাশে থাকার আহ্বান জানান। সমাবেশ সমূহে সভাপতিত্ব করেন দলের রাউজান উপজেলা আমির ও চট্টগ্রাম-৬ সংসদীয় আসনে দলের মনোন্নয়ন পাওয়া জামায়াত এর আমীর শাহ জাহান মঞ্জু।

 

উপজেলা সেক্রেটারি রিদোয়ান শাহ এর সঞ্চালনায় সমাবেশ সমূহে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য বাইতুল মাল সম্পাদক আইআইইউসির সহযোগী অধ্যাপক ডঃ আব্দুল হামিদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার আমির বেলাল মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি শাহজালাল। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্যও বক্তব্য রাখেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ