
চট্টল সময় ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ-ভারত সীমান্তে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে মিছিল করেছে। ১০ই সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়েক প্রদক্ষিণ করে।
প্রতিবাদকারী শিক্ষার্থীরা বলেছেন সম্প্রতি ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কারণে অকারণে গুলি ছুড়ছে। তারা গুলি করে মেরেছে আমাদের ১৩ বছর বয়সী স্বর্ণা দাসকে। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর বিএসএফ এর বর্বরতার শিকার হয়েছে আরেক জন কিশোর জয়ন্ত কুমার সিংহ। ভারতীয় সীমান্ত বাহিনী এমন বর্বরতা কোনো সাধারণ মানুষ মেনে নিতে পারে না।
সম্প্রতি এই দুই ঘটনায় সারা দেশের মানুষ ক্ষোভে ফুসে উঠেছে। এখন সময় এসেছে বিএসএফের এই বর্বরতার বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ ও প্রতিরোধ করার। চুয়েট শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিলে “রক্ত নিবি রক্ত চাস, আমরা সবাই স্বর্ণা দাস”, “আমার দেশ আমার মাটি, হবে না দিল্লির ঘাঁটি ” মতো আরও ভারতবিরোধী স্লোগান দেন।