শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে– ফজলে করিম চৌধুরী এমপি

চট্টল সময় প্রতিবেদক ঃ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে ঘাতকরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্নকে ভেঙ্গে দিতে ছেয়েছিল। বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা তাদের সেই স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিয়ে এদেশকে বিশ^ দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন।

 

তিনি শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে ফজলে করিম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর পৌরসভা, উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামীলীগের পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌরসভার শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। কউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন

 

রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর কাজী ইকবাল, এড. সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, শওকত হাসান, এড. দিলীপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, তছলিম উদ্দিন, আলী আজগর চৌধুরী, মুছা আলম খান, আবদুল লতিফ, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ। এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে ও পৌরসভার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে কর্মসূচী পাল করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত