
চট্টল সময় ডেক্স ঃ
আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোনিত একাধিক কমিটি প্রার্থী নির্বাচন নিয়ে জরিপ চালিয়েছেন। দলটির এবার লক্ষ্য তিন’শ আসনের বেশিরভাগ আসনে প্রার্থী করবেন ক্লিন ইমেজের তরুন রাজনীতিকদের।
যাদের রয়েছে, মেধা,ধর্য্য, বিছক্ষণতা। দলের দায়িত্বশীল সূত্রে জানা যায় প্রার্থী বাছাই কমিটির প্রস্তুত করা একাধিক তালিকা ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে চলে গেছে। তিনি এখন মা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে হাতে পাওয়া প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করে তিন আসনের প্রার্থী তালিকা প্রায় চুরান্ত করে রেখেছেন। এখন বাকি আনুষ্ঠানিক ঘোষনা। সূত্র মতে দলের শীর্ষ পর্যায় থেকে আগামী কয়েকদিনের দলীয় একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। তাদের বলা হবে নির্বাচনী এলাকায় গিয়ে নিজেদের সক্রিয়তা বাড়িয়ে ভোটারদের আস্তা অর্জনে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে।
যদিও দলটি নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে চূড়ান্ত প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। জানা যায় ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে একাধিকবার ভার্চ্যুয়ালি কথা বলে তাদের এলাকার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে খোঁজখবর নিয়েছে। তিনি তাদেরকে দলীয় ঐক্য,শৃংঙ্খলা রক্ষার বিষয়টি কঠোর ভাবে মেনে চলতে সকলকে নির্দেশ দিয়েছেন। একই সাথে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে সকলকে নির্দেশ দিয়ে রেখেছেন।
খবর নিয়ে জানা যায় লন্ডনে বসে তারেক জিয়া নিজের আস্তাভাজন লোকজন দিয়ে সারা দেশে প্রার্থী জরিপ চালিয়েছেন। তিনি এই জরিপ কাজটি করিয়েছেন আর্šÍজাতিক মানদন্ড অনুসরণ করে। তার গঠিত পাঁচটি জরিপ দল গত কয়েক মাস ধরে জরিপ চালিয়ে ফলাফল তার হাতে দিয়েছেন। জরিপ দলটি প্রতিটি নির্বাচনী এলাকার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে জরিপ চালিয়ে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ইতিমধ্যে দলীয় বিভিন্ন ফোরামে বলেছেন যদিও প্রত্যেকটি আসনে বিএনপি’র একাধিক যোগ্য প্রার্থী রয়েছে।
সেক্ষেত্রে সর্বার্ধিক জনপ্রিয় ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে। তিনি এই হুঁসিয়ারীও দিয়ে রাখেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে তৎপরতা চালানোর মত অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে। দলের এই নীতিনির্ধারক বলেন খুব শিঘ্রীই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেয়া হবে।