
চট্টল সময় ডেক্স:
সম্প্রতি সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়িয়েছে কলম একাডেমি লন্ডন। প্রতিষ্ঠানটি সাহিত্য সংষ্কৃতি নিয়ে কাজ করলেও দুর্গত মানুষের দাঁড়িয়ে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সচেতন মহল। সংগঠনটি সম্প্রতি নোয়াখালীর মাইজদীতে বন্যা দুর্গত ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছেন।
একাজে সহায়তা দিয়েছেন আবদুল মোতালেব বাবুল কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় একাডেমির মাধ্যমে । জানা যায় মাইজদী রেল স্টেশন বাজারে এসব বিতরণ করা হয় এসময় কলম একাডেমি লন্ডন এর বাংলাদেশ শাখার সভাপতি করুনা আচার্য, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কতুব উদ্দিন বখতিয়ার, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিরাজ উদ দৌলা, মিডলইস্ট শাখার কোঅর্ডিনেটর মোফাচ্ছেল হক শাহেদ, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কবির কাঞ্চন, জেলা প্রশাসন স্কুলের শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কলম একাডেমির প্রতিষ্ঠাতা রাউজানের সন্তান লন্ডন প্রবাসী অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী প্রতিষ্ঠিত সাহরা-হাবিব ফা্েুন্ডেশন দেশ বিদেশে মানবিক কাজ করে আসছেন।