
চট্টল সময় ডেক্স .
১২ অক্টোবর রবিবার রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রাউজানের উত্তরাংশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহকে নিয়ে টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজাহান সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই ক্যাম্পেইন কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের বড় ভুমিকা রয়েছে। এতে সমাজে সচেতনতার বাড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথিও বক্তব্য রাখেন রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা.এস.এম. শামীম আকতার, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সজল চন্দ্র চন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো: নুরন্নবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রিয়াংকা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শ্রাবন্তী চক্রবর্ত্তী।