রাউজান প্রেস ক্লাবের মানববন্ধন থেকে সাংবাদিক  জিয়াদ ও পারভেজের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি

চট্টল সময় ডেক্স .

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালন কালে স্যাটেলাইট টেলিভিশন এখন এর চট্টগ্রাম ব্যোরোর সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  হয়েছে।

 

৬ অক্টোবর সোমবার রাউজান পৌরসদরের জলিলনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধাস হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন পারভেজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম বেলাল উদ্দীন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন

 

সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক আমির হামজা, অর্থ সস্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া। প্রতিবাদ সভায় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের কোথাও এখন সাংবাদিকরা নিরাপদ নয়। একের পর এক গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসনের রজস্যজনক ভুমিকায় হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরে থাকছে।তারই ধারাবাহিকতায় জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালন কালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যোরোর সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামরাপার্সন পারভেজ উপর হামলার ঘটনা ঘটেছে। বক্তাগণ অবিলম্বে  সাংবাদিক হোসাইন জিয়াদ ও মোঃ পারভেজের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে  দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সাথে দেশে যত সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছে এসব হত্যা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত