রাউজান পূর্ব গুজরায় মোহাম্মদীয়া মাদরাসায় দুইদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী(দ.) মাহফিল

চট্টল সময় ডেক্স ঃ
রাউজান পূর্ব গুজরা পূর্ব গুজরার মোহাম্মদীয়া সিনিয়র মাদরাসায় দুই দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর শুক্র, শনিবার মাদরাসা মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়।

 

মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম আবু মোস্তাক আলকাদেরীর তত্ত¡াবধানে আয়োজিত এই কর্মসূচিতে ১ম দিনের আলোচক ছিলেন রাঙ্গুনিয়া তৈয়বিয়া রাহাতিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা এনাম রেজা আলকাদেরী, হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি রায়হান জালালী আশেকী।

 

২য় দিবসে আলোচক ছিলেন ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের হযরাতুলহাজ্ব আল্লামা হাফেজ রুহুল আমিন সিদ্দিকী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার হযরাতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা সালামত রেজা কাদেরী।

 

মাওলানা মুহাম্মদ ছাবের ও মাওলানা আবদুল কাদেরের যৌথ সঞ্চালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচক ছিলেন মাওলানা হারুনুর রশিদ আশরাফী, মোহাম্মদ নাছির উদ্দীন মাহমুদ, সাহেদুল আলম, নুরুল আমিন,আলহাজ্ব আবদুল মন্নান, বেলাল উদ্দীন, মুহাম্মদ সেলিম উদ্দীন,মাওলানা মাহাবুবুল আলম,আলহাজ্ব নুর মোহাম্মদ,এসকান্দর আলম, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর, আজিজ মেম্বার, নুরুল ইসলাম,ইলিয়াছ তালুকদার,মনছুর আলম বাচা,জয়নাল আবেদীন জাবেদ, সিরাজ বাচা,বাবুল সওদাগর, সাদ্দাম হোসেন, কোরবান আলী,নেজাম উদ্দীন, খোরশেদ, বদিউল আলম, সফিনুল করিম,জাবেদ আলী, করিম,ইয়াছিন আরাফাত, পারভেজ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত