রাউজানে ১১৯জন নারী বুঝে পেলেন সনদসহ তাদের পাওনা

চট্টল সময় ডেক্স ঃ

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গ্রামীণ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণে (আরইআরএমপি-৩) কর্মসূচি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই প্রকল্পে নারীদের কার্যমেয়াদের সনদপত্র ও সঞ্চয় করা টাকা চেকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে।

 

গত ১ সেপ্টেম্বর রোববার রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজাই মারমা উপজেলা সন্মেলন আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে টাকার চেক ও সনদ প্রদান করা হয়। সনদ ও সঞ্চয়ী টাকা ফেরত দান করার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা বলেন স্থানীয় সরকার মন্ত্রনালয় অধিনস্থ় রাউজানের স্থানীয় প্রকৌশল বিভাগ ২০২০ সালে চার বছরের জন্য উপজেলার ১৩ ইউনিয়নের ১১৯ জন দুস্থ নারীকে এই প্রকল্পে নিয়োজিত করেছিল। ২০২৪ সালের ৩১ মার্চ প্রকল্প মেয়াদ শেষ হলে তাদের সকল পাওনা ঝুঝিয়ে দেয়া হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আবুল কালাম , প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত