
চট্টল সময় ডেক্স.
রাউজানে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৭ বসতঘর। সোমবার, ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় গহিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম গহিরায় আনসুর আলী তালুকদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬টি বসতঘরে আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, নিত্য ব্যবহার্য জিনিসপত্র পুড়ে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তরা হলেন আইয়ুব কবির, হুমায়ুন কবির, জালাল উদ্দীন, সালাউদ্দিন, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ ফিরোজ।
এদিকে সোমবার ভোরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকায় মুহাম্মদ এহাসান নামে এক ব্যক্তির বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিসের সূত্র বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ওই বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এহাসান বলেন, যে স্থান থেকে আগুনের সূত্রপাত হয়েছে দেখানে বৈদ্যুতিক তার বা চুলা ছিল না। এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় আসবাবপত্র, নগদ প্রায় ২৪-২৫ হাজার টাকা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৩ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত এহসান। রাউজান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার আব্দুল আল মামুন খান বলেন, গহিরায় আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন নিভৃত করে আশপাশের অনেক ঘর রক্ষা করতে সক্ষম হয়েছি। অপরদিকে চারাবটতল এলাকায় একটি সেমিপাকা ঘর পুড়েছে বলেও জানিয়েছেন তিনি।