রাউজানে কর্মী সমাবেশে প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী ; জামায়েত এর কর্মীরা সমাজ গঠনের কাজে ভুমিকা রাখতে হবে

চট্টল সময় ডেক্স ঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা দক্ষিণ শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী বলেছেন জামায়েত এর কর্মীরা সমাজ গঠনের কাজে ভুমিকা রাখতে হবে। ভাল কাজের মাধ্যমে মানুষের অন্তর জয় করতে হবে।
গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া পথেরহাট একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা শাখার আমীর শাহজাহান মঞ্জু। সেক্রেটারি রিদুয়ান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য মাওলানা জামাল হোসাইন।

 

অন্যান্যদের বক্তব্য রাখেন রাউজান উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মিজানুল রহমান চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক বেলাল মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আবুল হাশেম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মো. ইউসুফ ইমন, আকতার কামাল। আলোচনা করেন ছাত্রশিবির রাউজান দক্ষিনের সভাপতি মো. আবু বকর, সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম আনসারী, মো. হারুন আল রশিদ, হাফেজ মো. শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রাউজান উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এক বিশাল মিছিল দক্ষিন রাউজানের নোয়াপাড়া পথেরহাট প্রদক্ষিন করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত