রাউজানের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

চট্টল সময় ডেক্স .

রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি প্রবাসি আজিজুল হকসহ বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে। এই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সিআইপি’র পক্ষে করা মামলায় বিএনপি নেতা আজিজুল হককে আসামী করা হলেও ঘটনার সময় তিনিসহ দলের সব নেতাকর্মী ছিলেন চট্টগ্রাম শহরে বিএনপি’র এক সভায়। সংবাদ সম্মেলনে দাবি করা হয় পতিত স্বৈরচারের দোসররা বিএনপি’র নেতাকর্মীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বিএনপি’র নেতাকর্মীদের জড়াতে মিথ্যা মামলা করেছে। তারা এই মিথ্যা দ্রুত প্রত্যহারের দাবি জানান।

 

গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মুন্সিরঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, দিদার তালুকদার, সাঈদ আমান রানা, মুছা খান মেম্বার, নিজাম উদ্দিন সুজন, সৈয়দ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আলী মুন্না, জাহেদুল ইসলাম, সাইফুদ্দিন রিপন, কবির আহম্মদ, হাসান বাহাদুর প্রমুখ। এসময় বক্তারা বলেন বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ও চাঁদাবাজী, সন্ত্রাসী, দখলদারিত্ব, অপহরণ ও লুটপাটের মাধ্যমে সাধারণ মানুষকে জীম্মি করে রেখেছিল। তারা বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে আসতে দেয়নি। ৫ই আগস্ট স্বৈরশাসক পতনের পর থেকে আত্মগোপনে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা তাদের নেতার নিদেশে ইয়াছিন চৌধুরী ঘরে হামলা করে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে এই ঘটনা ঘটিয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তারা অনতিবিলম্বে বিএনপি নেতা আজিজুল হক সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি  জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত