রাউজানের নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগের বিশাল  এশায়াত মাহফিল

চট্টল সময় ডেক্স .

 

তরিকত ভিত্তিক আধ্যা’ত্মি’ক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি দক্ষিণ রাউজানের নোয়য়াপাড়া পথেরহাটে বিশাল এলাকা জুড়ে এশায়াত মাহফিল করেছে। এই মাহফিলে প্রধান মেহমান ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুল আল্লামা অধ্যক্ষ ছৈয়্দ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

যুব ও ছাত্র সমাজকে সৎ পথে আনার পথে  আনার এই পথ পদশক আলেমে দ্বীন মোর্শেদে আজম (মা.জি.আ.) মাহফিলে বলেন যে যুগের ভ’য়া’বহতা যত বেশি মহান আল্লাহপাক অনুগ্রহ করে সে যুগে তত বেশি উচ্চ মর্যাদা সম্পন্ন হাদী বা পথ পদশক প্রেরণ করেন। আ’ইয়্যা’মে জাহেলিয়তের অন্ধকার যুগে প্রিয় রাসূল (দ.) এর আগমনে ইতিহাসের সর্বোচ্চ আলোকোজ্জ্বল সময়ে পরিণত হয়েছে।

 

 

 

নবীজির পথে, মতে ও মুহাব্বতে যারা চলেছে  যে সকল মহামনীষীগণ ইতিহাসের পাতায় চির অম্লান রয়েছেন। সেই মহামনীষীগণের মধ্যে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) অপরিসীম মর্যাদায়  আসীন। যিনি নব্য জা’হেলিয়ত যুগে এসে লাখ লাখ মানুষকে আল্লাহ ও রাসূল (দ.) এর পথে এনেছেন।লাখ লাখ ছাত্র যুবককের  অন্তরে আধ্যা’ত্মি’কতার বিকাশ ঘটিয়েছেন। আধুনিকতার জোয়ারে গা ভাসিয়ে যুব সম্প্রদায় যখন চ’র’ম অ’ব’ক্ষয়ের অ’ন্ধ’কারে ত’লিয়ে যাচ্ছিলো  ঠিক সেই সময়ে হযরত গাউছুল আজম (রা.) গাউছিয়তের কন্ঠে যুব সমাজের উদেশ্যে বলেছিলেন দিয়েছিলেন- “হে যুবক! নামাজ পড়ো, রোজা রাখো, নবী করিম (দ.) এর উপর দরূদ পড়ো, মাতৃভূমি শান্ত করো”।

 

 

হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর সেই আহ্বানে সাড়া দিয়ে আজ দেশে দেশে লাখ লাখ ছাত্র যুবক তরিকতের পথে এসে আধ্যত্বিকতার আলোয় আলোকিত হয়েছেন।তারা আল্লাহ,রসুল(সাঃ) এর সন্তুষ্টি অর্জনে পাশাপাশি সংসার কর্মের  মাধ্যমে এবাদত করছেন। রাতের গ’ভীরে তাহাজ্জুদের নামাজ আদায়, মোরাকাবা, জিকিরে জলিসহ তরিকতের নিদেশনা মেনে দৈনিক এগারোশত এগারোবার দরূদ শরীফ আদায়সহ ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের অনুশীলনে জীবন গঠনের মাধ্যমে  নিখুঁত নবীপ্রেম ও গভীর তাকওয়ায়। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে ফয়েজ হাছিল করছে। তিনি বলেন এখানে কুরআন ও সুন্নাহ বিরো’ধী কোনো কার্যক্রম করার বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই দরবারের মহিলা অনুসারীরা আপন ঘরে বসে পর্দার বিঘ্নিত না ঘটিয়ে তাওয়াজ্জুহ বিল গা’য়েব এর মাধ্যমে তরিক্বতের কাজ করতে পারেন। যার জন্য পীর ছাহেবকে মহিলার সামনে যেতে হয় না বা কোন মহিলাকে পীর ছাহেবের সামনে আসতে হয় না।তিনি মহান আল্লাহ র দরবারে শোকরিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ।

 

 

মহান আল্লাহর দয়ায় ও নবীজির মেহেরবানিতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে এই অমূল্য নিয়ামত আজও বিরাজমান। ,

শুক্রবার (১৮ অক্টোবর) বাদে আসর হতে রাউজানের নোয়াপাড়া পথেরহাট চত্বরে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ, দক্ষিণ রাউজান সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর স্মরণে এই এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে উপস্থিতি ছিল হাজার হাজার ছাত্র,যুবকসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এই মাহফিলে অন্যদেরর মাঝে বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল প্রমুখ। মাহফিলের শেষ পর্বে  মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা বিশেষ মুনাজাত করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত