
চট্ল সময় ডেক্স ঃ
মিরসরাই পৌরসভা আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে । ১৯ অক্টোবর শনিবার দুপুরে ওই চার জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছেন মিরসরাই পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুজ্জমান (৫২), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জাবেদ (৩৪), ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর হোসেন (৩২) ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন বাচ্চু (৪২)।
জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামীরা আন্দোলনে সক্রিয় বেশ কয়েকজন ছাত্র যুবকের ওপর হামলা করে। তাদেরকে নানাভাবে হয়রানি করে। এমন অভিযোগে গত ৬ অক্টোবর মিরসরাই থানায় ভুক্তভোগী এমরান হোসেন বাদী হয়ে নাম উল্লেখ করে ২০ জনসহ অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার আসামীদের মধ্যে রয়েছে এই চার আওয়ামীলীগ নেতাকর্মী।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেছেন লিখিত অভিযোগ ও উপযুক্ত তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে যথাযত আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।