মিরসরাই পৌরসভার চার আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী গ্রেফতার

চট্ল সময় ডেক্স ঃ

মিরসরাই পৌরসভা আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে । ১৯ অক্টোবর শনিবার দুপুরে ওই চার জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

যাদের  গ্রেফতার করা হয়েছে তারা হচ্ছেন মিরসরাই পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুজ্জমান (৫২), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জাবেদ (৩৪), ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর হোসেন (৩২) ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইলিয়াস হোসেন বাচ্চু (৪২)।

 

 

জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামীরা আন্দোলনে সক্রিয় বেশ কয়েকজন ছাত্র যুবকের  ওপর হামলা করে। তাদেরকে নানাভাবে হয়রানি করে। এমন অভিযোগে গত ৬ অক্টোবর মিরসরাই থানায় ভুক্তভোগী এমরান হোসেন বাদী হয়ে নাম উল্লেখ  করে ২০ জনসহ অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন।  ওই মামলার আসামীদের মধ্যে রয়েছে এই চার আওয়ামীলীগ নেতাকর্মী।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেছেন লিখিত অভিযোগ ও উপযুক্ত তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে যথাযত আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত