মাংসের টুকরায় আল্লাহ’র নাম

চট্টল সময় ডেক্স ঃ

ফাতেহার জন্য কিনা জবাই করা গরুর মাংসে অংকিত ছিল আল্লাহ’র নাম। এমন দৃশ্য দেখল কসাই যখন রান্নার জন্য মাংস তৈরী করছিলেন।
এই আচার্য্যজনক ঘটনাটি রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়ায়। নোয়াপাড়া পথেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী এস এম শফি বলেছেন তার গ্রাম পটিয়াপাড়ায় একটি জেয়াফত অনুষ্ঠানের জন্য গরু কিনেছিলেন। সেই গরু ১৫ অক্টোবর সকালে জবাই করেন।

 

রান্নার জন্য কসাই যখন মাংস তৈরী করছিলেন, তখন তাদের নজরে আসে মাংসের একটি টুুকরায় আল্লাহ অংকিত। মাংস স্তুপে বার বার উলোট পালট করে মিক্সার করতে গেলে বার বার চোখের সামনে আল্লাহ অংকিত মাংসে টুকরাটি চোখের সামনে ভেসে উঠছিল। এমন অবস্থা দেখে কসাই মাংসটি নিয়ে উপস্থিত সকলকে সেটি দেখান। এমন দৃশ্য দেখে সকলেই আচার্য্য হয়ে উঠেন। এসময় হাজী শফি মাংসের টুকরোটি নিজের হেফাজতে নেন। তিনি বলেন আল্লাহ’র নাম অংকিত মাংসের টুকরাটি প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে রাখবেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত