বীর মুক্তিযোদ্ধা রাউজান উপজেলার সাবেক চেয়ারম্যান লোকমান হাকিমের দাফন সম্পন্ন

চট্টল সময় ডেক্স ঃ

চট্টল সময় ডেক্স ঃ বীর মুক্তিযোদ্ধা রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, স্বাধীনতা পরবর্তী ১৯৭৩ সাল থেকে ৭৮ সাল পর্যন্ত মেয়াদে গঠিত কমিটির উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা অধ্যাপক লোকমান হাকিমকে রাউজানে দ্বিতীয় দফায় জানাজা নামাজ শেষে সুলতানপুর হাজী পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য যে, গত ১০ আগষ্ট বৃহস্পতিবার সকালে কুমিল্লার নিজ বাসায় ইন্তেকাল করেন।

 

এদিন কুমিল্লায় প্রথম জানাজার পর অধ্যাপক লোকমান হাকিমের মরদেহ রাউজানের সুলতানপুর হাজী পাড়ায় নিয়ে আসা হয়।

 

১১ আগষ্ট শুক্রবার বাদে মাগরিব সুলতানপুর হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহন করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেজবাউদ্দিন আকবরসহ সহস্রাধিক মানুষ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত