বাঁশখালীতে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গফুরসহ তিনজন গ্রেপ্তার

চট্টল সময় ডেক্স.

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয় পৃথক পৃথক এলাকা থেতে।  আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়। আবদুল গফুর ছাড়া অন্য যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন ও সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুত্র যুবলীগ নেতা আরিফ উল্লাহ চৌধুরীকে।

 

 

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর জলদী মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। একই রাতে কোট রোড এলাকা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন এবং বানীগ্রাম নিজ বাড়ি থেকে আরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত