
চট্টল সময় ডেস্ক:
ভয়ংকর দুর্ঘটনা। আচমকা ভূমিধসে চাপা পড়ল আস্তা একটি যাত্রীবাহী বাস। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। উদ্ধার কর্মীদের অশংকা মাটি-পাথরের নিচে আরও বাসযাত্রীর আটকে থাকতে পারে।চলছে জিসিবি মেশিন দিয়ে উদ্ধারকাজ। এই ঘটনা ভারতের হিমাচলের বিলাসপুর জেলার বাল্লু সেতুর কাছে।
জানা যায় আচমকা পাহাড়ের একাংশের মাটি পাথর ভেঙে পড়ে সেখান দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের উপর । চোখের নিমেষে বাসটির যাত্রীরা নিচে চাপা পড়ে যায়। উদ্ধারকাজ শুরু হলে প্রাথমিক ভাবে তিন জন যাত্রীকে ভূমিধসের নিচ থেকে বের করা সম্ভব হয়েছে। জীবিত যাত্রীদের উদ্ধারে জারি রয়েছে উদ্ধারকাজ। ধারণা করা হচ্ছে ১৫জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরো অনেকেই।এই সংবাদ ভারতের সংবাদ প্রতিদিন অনলাইনের।