দ্বাদশ সংসদে পাঁচ এমপি পাওয়ায় খুশি রাউজানের মানুষ

চট্টল সময় ডেক্স ঃ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী গত ১৪ ফ্রেবুয়ারি বুধবার চূড়ান্তভাবে ঘোষণা করেছে। চট্টগ্রাম থেকে দলটি যেই তিন নারীকে মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে দুজন হচ্ছে রাউজানের। অন্যজন দক্ষিণ চট্টগ্রামের একাধিকবার নারী সংসদ সদস্য পদে থাকা নারী নেত্রী ওয়াসিকা অয়শা খানম।
সুসংবাদ হচ্ছে এবার দ্বাদশ সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে রাউজানের পাঁচ জন।

 

তাদের মধ্যে আছেন রাউজান থেকে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য রাউজান গহিরা গ্রামের এবিএম ফজলে করিম চৌধুরী। একই গ্রামের বাসিন্দা চট্টগ্রামের কোতোয়ালী আসনে নির্বাচিত সংসদ সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। সাথে যোগ হলেন উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলোয়ারা ইউসুফ ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা।

 

দিলোয়ারা ইউসুফ রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইউসুফ সিকদারের স্ত্রী। নারী নেত্রী লুবনা হারুন ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাউজান গহিরা গ্রামের আবদুল্লাহ আল হারুনের কন্যা। অন্যান্যদের মধ্যে যারা মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন: রেজিয়া ইসলাম, পঞ্চগড়, দ্রৌপদি বেবি আগরওয়াল- ঠাকুরগাঁও, আসিকা সুলতানা- নীলফামারী, ডা. রোকেয়া সুলতানা – জয়পুরহাট, কোহেলি কুদ্দুস – নাটোর, জারা জেবিন মাহবুব – চাঁপাইনবাবগঞ্জ, রুনু রেজা- খুলনা, ফরিদা আক্তার বানু- বাগেরহাট, মোছা. ফারজানা সুমি – বরগুনা, খালেদা বাহার – ভোলা, নাজনীন নাহার রশীদ – পটুয়াখালী, ফরিদা ইয়াসমিন – নরসিংদী, উম্মে ফারজানা ছাত্তার – ময়মনসিংহ,, নাদিয়া বিনতে আমিন – নেত্রকোনা, মাহফুজা সুলতানা -জয়পুরহাট, পারভীন জামান

 

– ঝিনাইদহ, অ্যারোমা দত্ত -কুমিল্লা, লায়লা পারভীন -সাতক্ষীরা, মুন্নুজান সুফিয়ান – খুলনা, বেদৌরা আহমেদ সালাম – গোপালগঞ্জ, শবনম জাহান -ঢাকা,পারুল আক্তার – ঢাকা, সাবেরা বেগম – ঢাকা, শাম্মী আহমেদ – বরিশাল, নাহিদ ইজহার খান- ঢাকা, ঝরনা হাসান – ফরিদপুর, ফজিলাতুন্নেছা -মুন্সীগঞ্জ, সাহিদা তারেক দিপ্তী- ঢাকা, অনিমা মুক্তি গোমেজ ঢাকা, শেখ আনারকলি -ঢাকা, মাসুদা সিদ্দিক নরসিংদী, তারানা হালিম টাঙ্গাইল, বেগম শামসুন্নাহার টাঙ্গাইল, মেহের আফরোজ – গাজীপুর, অপরাজিতা হক – টাঙ্গাইল, হাসিনা বারি চৌধুরী- ঢাকা, নাজমা আক্তার -গোপালগঞ্জ, রুমা চক্রবর্তী- সিলেট, ফরিদুন্নাহার লাইলী লক্ষ্মীপুর, আশরাফুন্নেসা লক্ষ্মীপুর, কানন আরা বেগম – নোয়াখালী, ফরিদা খানম – নোয়াখালী, জ্বরতী তঞ্চঙ্গ্যা- রাঙামাটি, সানজিদা খানম ঢাকা, মোছা. নাসিমা জামান রংপুর।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত