দৃর্বৃত্তদের ব্যাপারে সবাই সজাগ আছে নিবিঘেœ উৎসবমূখর পরিবেশে হবে দুর্গোৎসব-ডিআইজি

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাউজানে কয়েকটি মন্ডপে ঘুরে প্রস্তুতি দেখেছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি আহসান হাবিব পলাশ। পরিদর্শনকালে তিনি পূজা কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ।

 

গতকাল ৫ অক্টোবর শনিবার বিকালে রাউজান সদর শ্রী শ্রী জগন্নআথ সেবাশ্রম পূজা মন্ডপে মতবিনিময় কালে তিনি বলেন যারা অপরাধ কর্মে লিপ্ত হয় তাদের পরিচয় দুর্বৃত্ত। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রাউজানের সর্বস্তরের মানুষ সজাগ রয়েছে।

 

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ^াস অরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া) সার্কেল হুমায়ন কবির, রাউজান থানার ওসি মীর মাহাবুর রহমান, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা জামায়াত ইসলামীর সভাপতি শাহজাহান মঞ্জু, পৌরসভার সভাপতি বেলাল হোসাইন, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ফয়জুর ইসলাম টিপু, সৈয়দ মনজুরুল হক, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল, সাবেক ছাত্রনেতা রাসেল খান, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক টিপু দে, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, পৌর পৌজা উদযাপন পরিষদের সভাপতি সজিব দে, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত