দুবাইতে  আন্তর্জাতিক পুরুষ দিবসে  ১২ দেশের ৩০ জন উদ্যমী  সফল পুরুষকে ‘ম্যানস অ্যাওয়ার্ড’ প্রদান।

মোহাম্মদ আরমান চৌধুরী
আরব আমিরাত প্রতিনিধি

আন্তর্জাতিক ম্যানস ডে উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। এশিয়া অঞ্চলের ১২টি দেশের ৩০ জন সফল ব্যক্তিকে সম্মাননা জানাতে এই অনুষ্ঠানে প্রদান করা হয় ‘ম্যানস অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ার তিনটি দেশের তিনজন মিডিয়া পার্সোনালিটিকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের পক্ষে এই পুরস্কারে ভূষিত হন প্রবাসী সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি শিবলী আল সাদিক।

সম্প্রতি অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনের আসর বসে দুবাই ক্রীক পারের পাঁচ তারকা হোটেল শেরাটনের বলরুমে। এতে অংশ নেন আরব আমিরাতে অবস্থানরত নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রায় চার শতাধিক পুরুষ। ইন্টারন্যাশনাল ম্যানস ডে স্মরণীয় করে রাখতে জুরি বোর্ড গঠনের মাধ্যমে নির্বাচন করা হয় ৩০ জন উদ্যমী এবং অগ্রগামী সফল পুরুষকে। অনুষ্ঠানে এই ৩০ জনকে দেওয়া হয় ‘ম্যানস অ্যাওয়ার্ড’।

আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আরব আমিরাতভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী বলেন, “আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে আমরাই সর্বপ্রথম পৃথিবীতে কোনো ইভেন্টের আয়োজন করেছি। পুরুষদের অনুপ্রাণিত ও সম্মানিত করতে এই আয়োজনকে সাজিয়েছি ব্যতিক্রমভাবে। ইন্টারন্যাশনাল ম্যানস ডে উপলক্ষে দ্বিতীয়বারের মতো আমরা এ আয়োজন হাতে নিয়েছি। প্রথমবার আমরা পুরুষদের কাছ থেকে সাড়া কম পেলেও এবার ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ও বো আব্দুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ড. বো আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জুমা বিন মাকতুম, আল মাখতুম গ্রুপের অ্যাডভাইজার ও এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াকুব আল আলী, এমিরেটস হোল্ডিং গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ শেখ। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন এ অনুষ্ঠানে।

ম্যানস ডে উপলক্ষে পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক অবদান তুলে ধরে প্রদর্শন করা হয় একটি বিশেষ ভিডিও প্রতিবেদন। ভবিষ্যতে সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করতে এই সম্মাননা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

সম্মাননা পাওয়া ৩০ জনের মধ্যে ছিলেন ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কনটেন্ট ক্রিয়েটর, সংগীতশিল্পী, পেশাজীবী, সাংবাদিক ও চিত্র নির্মাতাসহ বিভিন্ন পেশার সফল ব্যক্তিরা।

এই আয়োজনে অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার নানা গল্প। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতিও তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা।

শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত