ডেঙ্গু জ্বর প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিন-গোলাম মসীহ্

প্রেস বিজ্ঞপ্তি,

(আজ রবিবার ১৬ জুলাই, ২০২৩) জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদুত গোলাম মসীহ্ ডেঙ্গু জ্বর প্রতিরোধের আহবান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ঢাকা শহরসহ সারাদেশে ডেঙ্গু জ¦র ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, ডেঙ্গু জ্বর জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিরোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয় ও এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোকে বুঝা উচিত যে, বর্ষা মৌসুমের শুরুতে এডিস মশার উপদ্রব বেড়ে যায় এবং মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তারপরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদাসীন এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যে কোন সমন্বয় নেই। কর্মকর্তাদের কাজের কোন জবাবদিহিতা নেই, নেই কোন স্বচ্ছতা। গোলাম মসীহ্ বলেন, শিশুরাই এখন বেশী আক্রান্ত হচ্ছে। ভয়াবহ আকার ধারণ করছে। হাসপাতালে চাপ বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুধু বিফ্রিং নয়, বাস্তবে কাজ করতে হবে ও পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনকে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী হতে হবে। তাদেরকে জরুরিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

গোলাম মসীহ্ আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা এবং হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের বিশেষ গুরুত্বর সাথে চিকিৎসা করা। তিনি আরো বলেন, ডেঙ্গু মশা মারার জন্য সিটি কর্পোরেশনকে পর্যাপ্ত কীটনাশক সরবরাহ করা। সাধারন মানুষ ও আক্রান্ত রোগীকেও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চলতে হবে।

বার্তা প্রেরক
স্বাক্ষরিত- (জামাল উদ্দিন জামাল)
প্রেস সচিব
সম্মেলন প্রস্তুতি কমিটি
জাতীয় পার্টি

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত