
চট্টল সময় ডেক্স.
শেখের বেটি শেখ হাসিনা বলেছিলেন তিনি কখনো পালাবেন না।ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত করে পালিয়ে যাওয়া এই স্বৈরচারী নারী পালিয়ে গিয়ে ভারতে বসে এখন বলছেন তিনি দেশের কাছাকাছি আছেন আবার টুপ করে ডুকে পড়বেন। তাকে বলতে চাই যখন আবার টুপ করে ডুকবেন তখন এদেশের মানুষ আপনাকে চট করে ধরে পদ্ম নদীতে ডুবাবেন।
১৮ অক্টোবর রাউজানের গহিরা চৌমুহনীতে বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর আমীর সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রীর ভাইরাল হওয়া অডিও ক্লিপের সূত্র ধরে এ কথা বলেন। জামায়েত এর এই নেতা বলেন বাংলাদেশে ৫৩ বছর শাসন আমলের যারা ক্ষমতায় গিয়েছে তারা এদেশের মানুষের কল্যাণে কাজ করতে ব্যর্থ হয়েছে। বিগত ১৮ বছরের যারা ক্ষমতায় ছিল তারা শুধু মানুষের অধিকার হরণ করেছে।গুম,খুন,সন্ত্রাসের মাধ্যমে মানুষের কন্ঠরোধ করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় গিয়েছে ততবার হত্যা,গুম,ফাঁসীর কাষ্টরী, আয়নাঘর সৃষ্টি করেছে। লুটপাটের রাজত্ব কায়েম করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তিনি দৃঢতার সাথে বলেন পাচার করা টাকা দেশে ফেরত আনা হবে। তিনি প্রতিশ্রুতি দেন জামায়েত ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিককে ১০ লক্ষ টাকা করে দেয়ার ব্যবস্থা করবে।
তার দীর্ঘ বক্তব্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশে সাবেক প্রতিটি প্রধানের বক্তব্য শুনেছি,কিন্তু ড.মোহাম্মদ ইউনুছ দেশের মানুষের জন্য যে বক্তব্য রেখেছেন তার সেই বক্তব্য অন্যকোনো সরকার,রাস্ট্র প্রধানের বক্তব্যে সেই ধরণের বক্তব্য শুনেনি। তিনি দেশ থেকে যেই পরিমান টাকা পাচার করা হয়েছে সেই টাকায় তিন বারের বাজেট পেশ করা যেত। এই নেতা দৃঢতার সাথে বলেন দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনা হবে।
রাউজান পৌরসভার আমীর বেলাল মোহাম্মদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ নাজিম উদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার আমীর অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা আবদুল জব্বার, অধ্যাপক আবদুল হামিদ চৌধুরী, উত্তর জেলা নেতা রফিকুল ইসলাম, রাউজান উপজেলার জামায়েত এর আমীর শাহজাহান মঞ্জু। বক্তব্য রাখেন ব্যাংকার মোহাম্মদ নুরুল ইসলাম,চবি শিবির নেতা মোহাম্মদ ইব্রাহীম,রাশেদুল ইসলাম,রিদোয়ান শাহ,মোহাম্মদ আবুল কাসেম, মিজানুর রহমান চৌধুরী,মিনহাজ উদ্দিন, কুতুব উদ্দিন জিলানী, হাফেজ আবদুল কাদের,মোরশেদুল আলম খান,আবু বক্কর খান প্রমুখ।