ছাত্রললীগ নেতার সাথে মামলা নিয়ে কথোপকথন দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

চট্টল সময় ডেক্স ঃ

ছাত্রলীগের নেতার সাথে ফোনালাপ ফাঁস হওয়ায় শনিবার (১৯ অক্টোবর)ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-শৃঙ্খলাপরিপন্থি কাজের অভিযোগে ছাত্রদলের ওই দুজনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।যাদের  অব্যাহতি দেয়া হয়েছে  তারা হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব ও  সদস্য হাসিবুর ইসলাম হাসিব।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগের তাদের অব্যাহতি দেয়া হয়েছে। উল্লেখ করা হয়ে রাবি শাখার যুগ্ম আহ্বায়ক আহসান হাবিবকে সাংগঠনিক পদ থেকে অপর  ছাত্রদল নেতা  হাসিবুল ইসলাম হাসিবকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সাংগঠনিক সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়।

 

জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীর নামে মামলা করেছিলেন শাখা ছাত্রদলের এ যুগ্ম আহ্বায়ক। ওই মামলায় ২০০-২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল। গত ৮ অক্টোবর মতিহার থানায় দায়েরকৃত এ মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে ছাত্রলীগের এক কর্মীর সাথে মোহাম্মদ আহসান হাবিব ও হাসিবুল ইসলাম হাসিবের কথোপকথনের দুটি কল রেকর্ড (ফোনালাপ) ফাঁস হয়। এরপরই পরপরই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় ছাত্রদলের। তারা কথোপকথনের ঘটনা গুরুত্বের সাথে নিয়ে দুজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত