চুয়েটের ষষ্ঠ উপাচার্য হলেন ড. আব্দুল মতিন ভুঁইয়া।

চট্টল সময় ডেক্স ঃ

দীর্ঘ সময় পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ষষ্ঠ উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। গতকাল বুধবার তিনি উপাচার্যের নতুন পদে যোগদান করেছেন।

 

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে উপাচার্য হিসাবে নিয়োগ দান করেন। উল্লেখ্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া চুয়েট এ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারও আগে তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

জানা যায় ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া তৎকালীন সময়ের বিআইটি চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছিলেন। পরবর্তীতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি (ইউটিএম) থেকে মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৯৬ সালের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। দুই হাজার সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালের জানুয়ারিতে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালের জুন মাসে অধ্যাপক হিসেবে যোগদান করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত