
চট্টল সময় ডেক্স ঃ :
চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত দুই হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)। পরিবার প্রতি বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল,২ কেজি ডাল, ১ কেজি গুড়ো দুধ, ১ কেজি লবন।
এই কর্মসূচির ধারাবাহিকতায় ১০ ও ১১ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার কর্মসূচিতে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও অক্সিজেন শাখায় প্রায় ছয় শতাধিক গরিব ও অসহায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফটিকছড়ি শাখায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক, হাটহাজারী শাখায় কর্মসূচির উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
এছাড়া কর্মসূচি চলাকালে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির উপ-পরিচালক মো: ফিরোজ আল মামুন,সহকারী পরিচালক মো: মোমিনল ইসলাম, জোনাল আইটি এনামুল হক চৌধুরী,এপিএম সর্দার সুলতান মাহমুদ।ফটিকছড়ি শাখার শাখা ব্যবস্থাপক মো: সিদ্দিকুর রহমান, হাটহাজারী শাখার শাখা ব্যবস্থাপক সঞ্জীব চৌধুরী, অক্সিজেন শাখার শাখা ব্যবস্থাপক মো:আকরাম সহ সকল কর্মকর্তা বৃন্দ।
পিএমকের কর্মকর্তারা জানান, ইতিমধ্যেই চট্টগ্রাম জেলার পিএমকে’র ২০ শাখার মধ্যে ১০ টি শাখায়
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলার রাউজানসহ অন্যান্য প্রতিটি বন্যা দুর্গত এলাকায় তাদের এ সেবা কার্যক্রম চলমান থাকবে।