
চট্টল সময় ডেক্স ঃ
ইযরায়েলি জালেম সেনাবাহিনীর বিমান থেকে ফেলা বোমাই গত বৃহস্পতিবার নিজের স্ত্রী, পুত্র কন্যাসহ পরিবারের সকলকে হারিয়েছে আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল দাহসৌস। বিমান থেকে বোমা ফেলে মানুষ হত্যার সেই দৃশ্য ধারণ করে যাচ্ছিল ওই সাহসি সাংবাদিক। হামলা বন্ধ হলে ধংসস্তুপে মধ্যে খুজে পান নিজের স্ত্রী,সন্তানসহ পরিবারের সকল সদস্যের লাশ।
বিভিষিকাময় এই হত্যাযজ্ঞের দৃশ্যে এই সাংবাদিক সাময়িক শোকে পাথর হয়ে পড়ে। এই ঘটনার ২৪ ঘণ্টার পার হতে না হতেই তিনি পরিবার হারানোর সেই ক্ষত বুকে ধারণ করে আবারও নেমে পড়েন গাজার যুদ্ধের ময়দানে।
একে একে ছবি তুলেন, ইযরায়েলি নারকীয় তাণ্ডবের রির্পোট পাঠান নিজ প্রতিষ্ঠান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায়। সাংবাদিক ওয়ায়েল আল দাহসৌস দায়িত্ব পালন করছেন গাজায় ব্যুরো প্রধান হিসাবে। ইযরায়েলি বাহিনীর বিমান থেকে ফেলা বোমায় তিনি হারিয়েছে স্ত্রীসহ দুই সন্তান।
শোকাহত সাংবাদিক ওয়ায়েল আল দাহদৌসে বক্তব্য, “ক্যামেরার সামনে আবার দাঁড়িয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করা, গাজার পরিস্থিতিকে তুলে ধরাই এখন আমার কর্তব্য। তাই প্রিয়জনদের হারানোর শোক বুকের ভিতর চেপে রেখে আবার আমি কর্তব্য পালনে ঝাঁপিয়ে পড়েছি আল জাজিরার হয়ে। তথ্য সূত্র (আনন্দবাজার অনলাইন)