খালেদ মহিউদ্দিনের টকশো দেখবেন এখন ঠিকানায়

 

চট্টল সময় ডেক্স ঃ

আন্তজাতিক সংবাদ মাধ্যমের সৎ সাহসি সাংবাদিকদের একজন খালেদ মহিউদ্দিন। সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য সারা বিশ্বে সুধি সমাজের কাছে প্রশংসিত খালেদ মহিউদ্দিনকে এখন দেখা  তার প্রিয় প্রতিষ্ঠান ঠিকানায়  টকশোতে। তিনি দেশ বিদেশের আলোচিত বিষয় গুলো নিয়ে   টকশোতে থাকছেন বিশিষ্টজনদের নিয়ে। তার কর্মস্থল আমেরিকার জনপ্রিয়  অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্ম “ঠিকানা”য়।

সৎ ও নির্ভীক সাংবাদিক হিসেবে সারা বিশ্বে কোটি কোটি বাংলা ভাষাভাষীদের কাছে ব্যাপক জনপ্রিয় খালেদ মুহিউদ্দীন। তিনি যোগদান করেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানায়’।  ৫ সেপ্টেম্বর থেকে এই কৃতি সাংবাদিকের উপস্থাপনায়  টকশো অনুষ্ঠান চলছে বলে জানা যায়। ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান দেখছেন।

দীর্ঘ ৩২ বছর ধরে সাংবাদিকতার সাথে  জড়িত খালেদ মুহিউদ্দীন একজন স্বনামধন্য লেখক, ঔপন্যাসিক, উপস্থাপক সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত।তিনি বিভিন্ন সময় দেশ বিদেশের অনেক স্পর্শকাতর বিষয় নিয়ে রাগবরোয়ালদের টকশোতে বসিয়ে মুখ দিয়ে সত্য কথা বের করেছেন। কাজ করেছে শিশু কিশোরদের নিয়েও। তিনি

স্বৈরচারী শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের টকশোতে এনে  প্তুরশ্লোনবানে ধনা করেছেন, তাদের মুখ দিয়ে বের করিয়েছেন দুনীতি,স্বজনপ্রীতি,নির্যাতন,গুম খুনসহ নানা ধরণের বৈষমের কথ। সাহসি এই সাংবাদিক আবিষ্কার  করেছেন আয়না ঘর। বের করেছেন আয়না ঘরের লোমহর্ষক অনেক কাহিনী।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত