কাপ্তাই সড়ক প্রসস্থকরণ প্রকল্প নোয়াপাড়া পথেরহাটে মাটি কুড়ে নালা করে রেখে নিরুদ্দেশ  ঠিকাদার

চট্টল সময় প্রতিবেদন.

চট্টগ্রামের  ব্যস্ততম জাতীয় সড়কের মধ্যে একটি কাপ্তাই সড়ক। এই সড়ক পথের উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগের  ৫০ কোটি টাকার প্রকল্প বরাদ্দে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। সড়ক পথের যানবাহন চালক ও স্থানীয়দের অভিযোগ উন্নয়ন কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কার্যাদেশ নিয়ে কাজ শুরু করলেও গত তিনমাস থেকে কাজ ফেলে রেখেছে। সড়কটির প্রসস্থ করণে দুই পাশে মাটি উঠিয়ে রেখেছে। সৃষ্ট নালা বালু পাথর ফেলে ঢাইল করে দেয়ার কথা থাকলেও তা না করায়  ব্যস্তম সড়ক পথটি সংকোচিত হয়ে পড়ায় যানবাহন চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। প্রায় প্রতিদিন যানবাহন পড়ছে দুর্ঘটনায়। সৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা যানজট।

এই সড়ক পথের যানবাহন চালক ও স্থানীয় জনসাধারণ বলেছেন রাউজানের বড় বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথের হাট। এই পথেরহাটে রয়েছে ৩০টি সরকারি-বেসরকারি তফসিলি বানিজ্যিক ব্যাংকসহ প্রায় অর্ধশত অর্থলগ্নি প্রতিষ্ঠান। আছে চার হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান। দুটি বেসরকারি হাসপাতালসহ পাঁচটি রোগনিরুপনী কেন্দ্র। এমন একটি ব্যস্ততম এলাকায় সড়ক উন্নয়নে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক প্রসস্থকরণে নালা করে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলেছেন এই ব্যস্ততম বাজারে হাঁটাচলার সময় অনেকেই নালায় মধ্যে পড়ে পা ভাংছে। স্থানীয়রা অভিযোগ করেছেন ঠিকাদারের লোকজন কিছু কিছু স্থানে নালা ভিতর ফেলেছে গেছে পাকা ভবন ভাঙ্গা জটবাঁধা বড় বড় ইট পাথর। এলামেলো  ভাবে ফেলে যাওয়া এসব ইট পাথর মানুষের হাঁটাচলায় আরো ভাগান্তি বাড়িয়ে দিয়েছে। নারী শিশুরা পা পিছলে পড়ে আহত হচ্ছে। পথেরহাটের একটি বেসরকারি  হাসপাতালের কর্মকর্তা ওসমান গণির অভিযোগ করেন সৃষ্ট নালা ও বিছিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে  ফেলে যাওয়া পাথরের কারণে হাসপাতালে রোগিদের আনা নেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

যানবাহন চালকদের মধ্যে একজন মোহাম্মদ এসকান্দর বলেছেন নোয়াপাড়া পথেরহাটের মত বানিজ্যিক এলাকায় সড়ক পাশে নালা করে রাখার কারণে এক গাড়ি অন্য গাড়িকে পাশ কাটতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। প্রতিদিন সৃষ্টি হচ্ছে ঘন্টার পর ঘন্টা যানজট। ব্যস্ততম পথের হাটে দেখা গেছে সড়ক পাশের প্রায় দুই’শ মিটার এলাকায় সৃষ্ট নালার কিছু অংশে এবড়োথেবরো ভাবে ফেলা হয়েছে ভবন ভাঙ্গা ইট পাথর। এসব ইট পাথরের উপর দিয়ে হাঁটাচলা করতে গিয়ে নারী,শিশুরা হুছুট খেয়ে পড়ে পা ভাংছে। এই বাজারের ব্যবসায়ী এস এম শফি বলেছেন নোয়াপাড়া পথেরহাট রাউজানের বৃহত্তম বানিজ্যিক এলাকা। এখানে ৩০টি তফসিলী ব্যাংকসহ বহু অর্থলগ্নি প্রতিষ্ঠানের পাশাপাশি চার হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এমন একটি এলাকায় সড়ক উন্নয়নের নামে নালা করে ফেলে রাখা ঠিকাদারের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এখানকার পাইওনিয়ার হাসপাতাল এন্ড ডায়গোনেষ্টিক সেন্টারের কর্মকর্তা ওসমান গণির অভিযোগ করে বলেন পথের হাটে বড় পরিসরে তিনটি বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে। সড়ক পাশে নালা ও বিচ্ছিন্নভাবে ফেলা ইটপাথরের কারণে অসুস্থ মানুষ সেবা নিতে আসা যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন পথেরহাটে জনদুর্ভোগ লাঘবে ঠিকাদার প্রতিষ্ঠানটিকে দ্রুত কাজ শেষ করতে তাগাদা দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, কাপ্তাই সড়কপথটি প্রসস্থকরণ প্রকল্পের আওতায় সড়কের উভয় পাশে তিনফুট, স্থান ভেদে ছয় ফুট পর্যন্ত বাড়ানো হচ্ছে।  #

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত