কাউন্সিলের মাধ্যমে বাসাপ এর সভাপতি-সা ঃ সম্পাদক নির্বাচিত হলেন মান্নান মুন্না-সোলাইমান আকাশ

চট্টল সময় ডেক্স ঃ

বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় কাউন্সিল গত ১৩ জুন শুক্রবার সম্পন্ন হয়েছে। এই কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা নিউ নেশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক এএইচএম মান্নান মুন্না। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন দ্যা কান্ট্রি টুডে ও দৈনিক সময়ের কাগজ এর সাংবাদিক মোহাম্মদ সোলাইমান আকাশ।

 

চট্টগ্রাম মহানগরের বাসাপ কার্যালয়ে অনুষ্ঠিত এই কাউন্সিলে কমিটি গঠনের আগে এক সাংবাদিকদের এই কাউন্সিলে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশা। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যায় ঘোষনা করেন। কাউন্সিলের দ্বিতীয় পর্বে নতুন কমিটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা ট্রিবিউন এর সাংবাদিক বিজয় ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি বার্ষিক কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির অন্যান্য কর্মকর্তা হচ্ছেন সি. সহসভাপতি দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী মাহবুব পলাশ, সহ-সভাপতি দৈনিক যুগান্তরের ফোরকান আবু,

 

নিউজ ২৪ঘন্টা ডটকম এর মাস্টার আবুল হোসেন, দৈনিক সংবাদের রনজিত ধর, ঢাকা ট্রিবিউন এর বিজয় ধর, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদী ছোটন কান্তি নাথ, দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস এর নাছির উদ্দিন, দৈনিক সময়ের কাগজের নুর মোহাম্মদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজাদীর শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক, দ্যা বাংলাদেশ টুডে’র মেজবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ সম্পাদক, নির্দেশ বড়ুয়া, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন ভূঞা (দৈনিক গিরিদর্পন ও দৈনিক বাংলাদেশ সমাচার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবু সাহেদ (মানবজমিন) তথ্য প্রযুক্তি সম্পাদক, মীর হোসেন (পাক্ষিক খবরিকা )

 

ক্রিড়া সম্পাদক, মনজুরুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক, ও রবিউল হোসেন। কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে দৈনিক আজাদী ও যায়যায়দিনের সাংবাদিক চট্টগ্রাম উত্তর জেলা বাসাপ এর সভাপতি মীর আসলাম, দৈনিক জনকণ্ঠ ও গ্লোবাল টিভি’র সাংবাদিক উত্তর জেলা বাসাপ সাধারণ সম্পাদক রাজীব মজুমদারসহ ৩১ জনকে নিয়ে। উল্লেখ্য যে, বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) প্রতিষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। সারাদেশের মফস্বল সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক এই সংগঠনটি মফস্বল সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নে ঐক্য, একে অপরের সুখ দুখে অংশিদারিত্ব, সকল প্রকার সাংবাদিক নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্য নিয়ে। কাউন্সিলের সভাপতি মাহবুব পলাশ তার সমাপনী বক্তব্যে বলেন নতুন কমিটি সংগঠনের লক্ষ্য উদেশ্যকে সামনে রেখে দেশের মধ্যে মর্যদা সম্পন্ন একটি সাংবাদিক সংগঠন হিসাবে বাসাপকে এগিয়ে নিয়ে যাবে। এই নিয়ে আমি দৃঢ আশাবাদি। তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত