কয়েক দিনের  মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ডানা। 

চট্টল সময় ডেক্স .

সম্প্রতি বঙ্গোপসাগরের সৃষ্ট হয়েছে  একটি নিম্নচাপ। এটি ঘূর্ণিঝড়ে  পরিণত হলে নাম হবে ডানা।  এই  নামটি দিয়েছে কাতার। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপটির গতিপ্রকৃতি দেখে ধারণা পাওয়া যাচ্ছে ঘুর্র্ণিঝড়ে রূপ নিলে এটি প্রচন্ড  শক্তি নিয়ে ছুটতে পারে পশ্চিম বঙ্গের দিকে।

 

২০ অক্টোবর রবিবার ভারতীয় আবহাওয়া  বিভাগের বার্তায় এমনটি জানা গেছ। আবহাওয়া বিভাগের তথ্যানুসারে ২৩ অক্টোবর, বুধবার বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্র ২৩ থেকে ২৫ অক্টোবর ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। কাংলাদেশের  আবহাওয়াবিদরাও  এমন আশংকার কথা জানিয়েছেন।। তারা কৃষকদের এব্যাপারে মৌসুমী কৃষকদের বলেছেন পাকা  আমন,মৌসুমী শাকসবজির প্রতি নজর রাখতে।

 

জানা যায় কলকাতা-সহ কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরও এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে মৎস্যজীবীদের সতর্ক করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের উপর দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।

বিশেষ বুলেটিন প্রকাশ করে  বলা হয়েছে  ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত নি

ম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল সাগরের উপর দিয়ে ক্রমেই পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত