
চট্টল সময় ডেকস´ ঃ
রাউজানের ঐতিহ্য সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের তিন দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) গতকাল ১৩ ই সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি ৫০তম এই মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠানটি প্রতিবছরের মত অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে। তিন দিনের কর্মসূচির মধ্যে প্রথম দিবসের কর্মসূচির সূচনা হয় জশনে জুলুসের মাধ্যমে। এরপর কর্মসুচিতে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া,খতমে খাজেগান,দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ, ইসলামিক কুইজ প্রতিযোগিতা , শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিশু কিশোর নামাজ, নাত ,ক্বেরাত প্রতিযোগিতা, ক্লাব সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ, প্রবাসী সংবর্ধনা, আলোচনা সভা, রাতে মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আবু তাহের। আলোচক ছিলেন আবদুল মোস্তফা রহীম আল অযহারী, ড. এ এস এম বোরহান উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার নুরুন নবী ও শফিউল আজম। স্বাগত বক্তব্য রাখনে সংগঠনের আহবায়ক এইচ এম হারুনুর রশীদ।