
চট্টল সময় ডেক্স ঃ
ভারতে পালিয়ে যাওয়ার পথে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বর্ডারগার্ডে র হাতে গ্রেপ্তার হওয়া রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টার করে উড়িয়ে আনা হয়েছে চট্টগ্রামে। ধরা পড়ার পর থেকে তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কারাগার। চট্টগ্রামে এনে আওয়ামীলীগ সরকারের আমলে মহা ক্ষমতাধর এই সাবেক সংসদ সদস্যকে রাখা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে চট্টগ্রাম আনা হয়েছে বলে জানা যায়। এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রামে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
জানা যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনের মাঠের নামে। সাথে ছিলেন পুলিশের একটি দল।