চট্টল সময় ডেক্স ঃ
আর কলেজ থেকে ফেরা হলো না রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. সাব্বির উদ্দিন (১৭)। সিএনজি অটো রিক্সা থেকে নেমে রাঙ্গামাটি-রাউজান চার লেইন সড়ক পথে গহিরা কুন্ডেশ্বরী এলাকায় সড়ক পার হতে গিয়ে শহরমুখি একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সাব্বির গুরুতর আহত হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী সাব্বির রাউজান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, উপজেলার রাউজান সদর ইউনিয়নের জারুলতলা গ্রামের মো. নাজিম উদ্দিনের তৃতীয় পুত্র।
এই শিক্ষার্থী দুর্ঘটনায় পড়ে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে। জানা যায় দুর্ঘটনার সংবাদ শুনে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা রাস্তায় এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তারা গাড়ির চালককে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। এসময় সড়কের উভয় দিকে প্রায় আড়াইটা পর্যন্ত সড়ক পথে শত শত যানবাহন আটকে পড়ে। শিক্ষার্থীরা এই দুরুত্বস্থানে জেব্রাক্রসিন না থাকায় কলেজের সামনে বার বার দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধকালে পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের সড়ক পথ ছেড়ে দেয়ার অনুরোধ করেন।
পরে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে পালিয়ে যাওয়া ঘাতক বাসচালককে গ্রেফতার করাসহ কলেজের সামনের রাস্তায় পাড়াপারের ফুটওভার ব্রিজ অথবা জেব্রাক্রসিং করার দাবি জানান। তা না হলে শিক্ষার্থীরা কঠোর অন্দোলনে যাওয়ার হুসিয়ারী দিয়ে সড়ক পথ ছাড়েন। সন্ধ্যায় নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। শোকাহত বাবা নাজিম উদ্দিন বিলাপ করতে করতে জানান সকালে প্রতিদিনের মত বাড়ি থেকে বাপ-বেটা ঘর থেকে এক সাথে বের হয়েছিলেন। জলিলনগর এসে ছেলেকে কলেজের উদেশ্যে সিএনজিতে উঠিয়ে দিয়েছিলেন। এদিন যে ছেলের শেষ কলেজ যাত্রা হবে আমি জানতাম না। আর কোনো দিন আমার সাব্বিরকে সাথে নিয়ে আর বাড়িতে আসাযাওয়া হবে না।
রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম ঘটনা প্রসঙ্গে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বাসটি আটক হলেও চালক পালিয়েছে। শোকাহত শিক্ষার্থীরা এসময় প্রতিবাদী হয়ে সড়ক পথ অবরোধ করে, পরে শিক্ষার্থীদের দাবি শুনেন বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিত সদস্যরা। তারা শিক্ষার্থীদের সাথে দাবি পূরণের আশ্বাস প্রদান করলে সড়কের অবরোধ তুলে নেয়।