
চট্টল সময় ডেক্স :
’রাউজান উপজেলার পুর্ব ডাবুয়া ই্উনিয়েেনর একটি সার্বজনীন পূজা মন্ডপের পাশের ্একটি দোকানে বিশাল অজগর সাপ ধড়া পড়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার অজিত এর দোকানের ছাদ থেকে এলাকার মানুষ ১৪ ফুট দৈর্ঘ্যর প্রায় ২৫ কেজি ওজনের অজগর সাপটি ্উদ্ধার করে। ডাবুয়া ইউনিয়নের ইউপি সদস্য সাহাদাত হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।