রাউজানে চাচির শ্লিলতাহানী, টাকা স্বর্ণালংকার লুটের মামলায় ভাতুষপুত্র গ্রেফতার

চট্টল সময় ডেক্স :

চাচির ঘরের দেয়াল ভেঙ্গে কক্ষে প্রবেশের পর চাচিকে শ্লিলতাহানী করেছে, কক্ষে থাকা ৫৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগে থানা মামলা করেছে প্রবাসী জানে আলমের স্ত্রী রিমা আকতার। এই মামলার আসামী করেছে ভাতুষ পুত্র সাইমন(২৩) ও ভাসুর আবুল কালামসহ অজ্ঞাত কয়েকজনকে। একই অভিযোগপত্রে ছিল ভিটার গাছ কেটে নিয়ে যাওয়ারও।

 

ভুক্তভোগী চাচির এই মামলায় পুলিশ গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে মামলার আসামী সাইমনকে। গতকাল শনিবার (২৮ অক্টোবর) পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

 

রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন গত ১৭ অক্টোবর দুপুরে রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মোহাম্মদ শফির ছেলে সাইমন তার চাচি রিমা আকতারের কক্ষে দেয়াল ভেঙ্গে প্রবেশ করে শ্লীলতাহানীসহ তার কক্ষে থাকা ৫ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনা জানিয়ে গত শুক্রবার থানায় মামলা করেছে।

 

এই মামলায় তিনি ভাসুর আবুল কালাম (৪২), ও ভাতুষপুত্র মো. সায়মন (২৩)সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করেন। সাইমন আরেক ভাসুর মো. শফির ছেলে। মামলা রুজু হওয়ার পর পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে সাইমনকে গ্রেফতার করে। অপর আসামীরা পলাতক রয়েছে। তিনি দায়ের করা মামলার অন্যান্য অঅসামীদের ধরার চেষ্টা চলছে বলে জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত