
মীর আসলাম(চট্টগ্রাম) রাউজান.
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরাপাড়া (মঙ্গলচাঁদের বাড়ি) মোহাম্মদ সাইফুল ইসলাম ওই এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদীয়া আদর্শ দাখিল মাদরাসার একজন মেধাবী ছাত্র। পাস করেছেন দাখিল। স্বপ্ন ছিল লেখাপড়া চালিয়ে উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার। উদ্যোমী এই শিক্ষার্থী এখন বøাড ক্যান্সরে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি এখন চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল ইম্পেরিয়াল হাসপাতালের বিছানায় বিশেষজ্ঞ চিচিকৎসক হেমাটোলজিস্ট ডা. শামীম আরা বেগম হাসির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।
জানা যায় মধ্যভিত্ত পরিবারের সন্তান সাইফুল মঙ্গলচাঁদের বাড়ির মধ্যপ্রাচ্য প্রবাসী মোহাম্মদ ইব্রাহীমের সন্তান। পাঁচ বছর আগে ছেলের রোগ ধরাপড়ার পর ইব্রাহীমের পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্বাবধানে রেখে বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে এই পর্যন্ত টানা চিকিৎসা দিয়ে আসছেন। দীর্ঘ সময় ছেলের চিকিৎসায় তিনি জীবনের সঞ্চিত সব টাকাকড়ি শেষ করেছেন। সর্বশেষ ছেলের জীবন ফিরে পেতে শেষ সম্বল হিসাবে থাকা ভিটের জমিও বিক্রি করতেও চেষ্টা করছেন। সাইফুলের চাচা ইউনিয়নের সাবেক মেম্বার লোকমান হোসেন জানিয়েছে তাদের পরিবারের সদস্যদের যার যতটুকু সম্পদ ছিল সবটুকু ছেলের চিকিৎসার জন্য উজার করে দিয়েছেন গত ৫ বছরে। একমাত্র চাওয়া ছেলের সুস্থ্যতা। গত কয়েক বছরে তার চিকিৎসায় খরচ করেছেন ৬০ লাখের বেশি টাকা। ছেলেকে বাঁচানোর তাগিদে এই হাসপাতাল থেকে ওহাসপাতাল হয়ে এখন বিশেষায়িত হাসপাতাল ইম্পেরিয়ালে।
সাইফুলের যে অবস্থা, সেই অবস্থা থেকে সুস্থ্যতার দিকে ফিরিয়ে আনতে জরুরী ভিত্তিতে তার বোন ম্যারো ট্রান্সপারেন্ট করা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় বলে চিকিৎসক তাদের জানিয়েছেন। বলেছেন এবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আগামী ১৫ দিনের মধ্যে। চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা।
এমন অবস্থার মধ্যে সাইফুলের অসহায় পরিবারের সদস্যরা সন্তানের জীবন ফিরে পেতে রাতদিন সৃষ্টিকর্তার দরবারে কান্নাকাটি করে চলেছেন। তারা দেশ বিদেশের দানশীল ব্যক্তিবর্গ, মানবিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ছেলের জীবন ফিরিয়ে আনতে সহায়তার দেয়ার জন্য করুন আবেদন করছেন।
যারা এই মহৎ কাজে আর্থিক সহায়তা পাঠাতে পারেন-
পারিবারিক বিকাশ/নগদ (পারসোনাল): ০১৮১০২৯১৩৯১
ব্যাংক:
UCB Bank
হিসাব নাম: Moahmmaed Sajdul Islam
হিসাব নম্বর: ০২১৩২০১০০০০৭৮৫৩৬