
চট্টল সময় ডেক্স ঃ
রাউজান কলেজের এক শিক্ষার্থী বাইক এক্সিডেন্টে মারা গেছে। আলভি চৌধুরী নামের ও-ই শিক্ষার্থী রাউজানের গহিরা গ্রামের আলী চৌধুরী বাড়ির মরহুম আফসার চৌধুরীর ও সাহেদা আকতারের সন্তান।
নিহত শিক্ষার্থীর নিকট আত্মীয় জীবন মোহাম্মদ জানিয়েছেন গত বৃহস্পতিবার আলভি পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল, বাইক নিয়ে ফেরার পড়ে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়, প্রত্যদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে আলভির মৃত্যু হয়। জানা যায় মরহুম আফসার চৌধুরীর দুই পুত্র ও এক কন্যা সন্তানের মধ্যে আলভি ছিল বড়। সে রাউজান সরকারি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আলভির মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে তার পাড়া ও বন্ধু মহলে।





