পানিতে তলিয়ে গেছে দিল্লী ; আছে হতাহতের ঘটনা

চট্টল সময় ডেক্স ঃ

পানির নিচে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লী। সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানীও ঘটেছে ভারতের রাজধানীতে। সেদেশের একটি প্রভাবশালী পত্রিকার অনলাইন ভার্সনে এই সংবাদ প্রকাশ পেয়েছে। সংবাদে বলা হয়েছে প্রচন্ড দাবদাহের পর ২১ মে বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। ঝড় এবং শিলাবৃষ্টির সাথে বয়ে যায় ঝড়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। মারা যায় এক প্রতিবন্ধীসহ এক তরুনের। আহত হয়েছে অনেকেই। বহু বাড়ি হয়েছে বিধ্বস্ত।

 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্যোগের কারণে ১২টি বিমানকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করা হয়েছে। বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় রাজধানীর মেট্রো পরিষেবা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত