নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখতে সীতাকুণ্ডে মোবাইল কোর্ট 


কাইয়ুম চৌধুরী চট্টল সময়


সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে মোবাইল কোট পরিচালনা করছে প্রশাসন। ২৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম

 


বাড়বকুন্ড বাজারে অভিযানে বৃহস্পতিবার  তিনি বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোট পরিচালনা করার সময় মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫, ৫১ ধারা মতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে

 

যথাক্রমেমোঃ জাকির হোসেন ( মেসার্স জাকির স্টোর) ৫০০০/- টাকা,; মোঃ নাজিম উদ্দিন ( মেসার্স শহিদুল্লাহ স্টোর) ৫০০০/-  টাকাআব্দুল মান্না ( কাসেম ডিপার্টমেন্টাল স্টোর) ৩০০০/- টাকা, মোঃ রেজাউল করিম ২০০০/- টাকা; জয়নাল আবেদীন ৫০০/- টাকা,; মোঃ নুর সোলেমান ৫০০/- টাকা, দিদারুল আলম ৫০০/- টাকা,মোঃ হাছান ৫০০/- টাকা,; হাজী আব্দুল হক ৫০০০/-টাকা, আবুল খায়ের (মেসার্স মোহাম্মদিয়া স্টোর) ৫০০০/- টাকা,; সর্বমোট= ২৭,০০০ টাকা টাকা জরিমানা করা হয়।

 

 

এতে মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর নিরাপদ খাদ্য পরিদর্শক

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত