কৌশলী অবস্থান নিয়ে রাজনীতিতে সরব হচ্ছেন সোহেল তাজ

চট্টল সময় ডেক্স ঃ

রাজনীতিতে আস্তে আস্তে সরব হচ্ছেন আওয়ামীলীগ আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজপালিয়ে যাওয়া স্বৈরচারী শেখ হাসিনার মন্ত্রীসভা থেকে এক সময়ে মন্ত্রীসভা থেকে পদত্যাগকারী এই মন্ত্রী জুলাই-আগস্ট  ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কৌশলী অবস্থান নেয়া সোহেল তাজ এখন নানা ভাবে বক্তব্য দিয়ে নিজের অবস্থান সৃষ্টির চেষ্টা করছেন। এবার তিনি   জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছেন।  

 

শুক্রবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা জানিয়ে তিনি ফেসবুক পেইজে লেখেছেন আগামী ৩ নভেম্বর কলঙ্কময় জেল হত্যা দিবস। দেখতে দেখতে ৪৯ বছর পার হয়ে গেলো অথচ এখন পর্যন্ত জাতির চার বীর যাদের নেতৃত্বে সফলভাবে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হলো, যাদের নেতৃত্বে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলাম।স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ লেখেন আজ অবধি রাষ্ট্রীয়ভাবে তাদের চার নেতার কোনো স্বীকৃতি নেই। এটা মেনে নেওয়া যায় না।

তিনি যে তিনটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে স্মারকলিপি দেবেন। এসব দাবি মধ্যে রয়েছে-

 

 

১. যেহেতু ১০ এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে। তাই এ দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

২. ৩রা নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

 

 

তিনি লিখেন, আমি মনে করি, আমার এ তিন দাবি ন্যায্য ও যৌক্তিক এবং এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবার প্রাণের দাবি। সেই লক্ষ্যে আমার পরবর্তী কর্মসূচি, আগামী ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমি অবস্থান নেবো এবং পরবর্তীতে পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবো। এই নেতা এ সমাবেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বৈষম্যবিরোধী চেতনায় বিশ্বাসী সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান সোহেল তাজ।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত