কাপ্তাই থানা র অভিযানে ট্রাক সহ চোলাই মদের চালান আটক দুইজন গ্রেফতার

কাপ্তাই থানা র অভিযানে ১৫শ’ ৫৮ লিটার চোলাই মদ সহ ট্রাক আটক, এই সময় গ্রেফতার করা হয় দুই জন পাচার কারীকে।চোলাই মদের চালান আটক করার কথা কাপ্তাই থানা অফিসার্স ইনচার্জ জসীম উদ্দীন। নিশ্চিত করেছেন। কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ জসীম উদ্দীন বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) নির্দেশনায়, কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার, রওশন আরা রব এর তত্বাবধানে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন নেতৃত্বে এসআই স্বরুপ কান্তিপাল এসআই মোঃ ইমাম উদ্দিন এবং সঙ্গীফোর্স সহ অভিযানপরিচালনা করে ১৫৫৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আসামী কারিম লক্ষিপুর জেলা র রামগতি উপজেলা র চর লক্ষি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে অন্যজন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়তলি ঘোনা গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ ঈসমাইল হোসেন গ্রেফতার করা হয়। কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন আমাদের প্রতিনিধিকে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩১ জুলাই সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কাপ্তাই থানা বিশেষ অভিযানে কাপ্তাই- বড়ইছড়ি প্রধান সড়কে একটি মিনি ট্রাককে আটক করে তল্লাশি চালালে প্রায় ১৫শ’ ৫৮ লিটার, চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করি। উদ্ধারকৃত চোলাই মদের বাজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার ৬ শত টাকা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটার সময় আসামী দুজনকে রাঙ্গামাটি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
কাপ্তাই রাঙামাটি থেকে চৌধুরী মুহাম্মদ রিপন

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত