চট্টল সময় ডেক্স.
১৭ অক্টোবর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান পৌরসভা শাখা দলের কর্মী সম্মেলন করেছে। উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন হয় একটি অডিটোরিয়ামে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারী সাবেক ছাত্রনেতা আব্দুল জব্বার।
পৌরসভা জামায়াতের আমীর বেলাল মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলার বায়তুল মাল সম্পাদক ড. আবদুল হামিদ চৌধুরী,
রাউজান উপজেলা আমীর ও রাউজান ৬ সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান মন্জূ।
পৌরসভার সহ-সেক্রেটারি এম. কে. জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআনে হাকিম থেকে দারস পেশ করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস । উপস্থিতি অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাউজান আদর্শ শহর শাখার সভাপতি মো. শাহজালাল,গহিরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী জনাব আব্দুল জব্বার কর্মীদের মানোন্নয়ন, জন তৎপরতা বৃদ্ধি, এবং জান-মালের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সর্বাবস্থায় আল্লাহর রাসুল (সা.) ও তাঁর সাহাবিদের ত্যাগের ইতিহাস ও আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে। সৎ নেতৃত্ব ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের দাওয়াত নিয়ে রাউজানবাসীর ঘরে ঘরে যেতে হবে। আগামী নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে দাঁড়ি পাল্লা প্রতিকের পক্ষে জনমত সৃষ্টি করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহŸান জানান তিনি দলের নেতাকর্মীদের প্রতি।