চট্টল সময় প্রতিবেদক.
রাউজানের যুবদলের কর্মী আবদুল্লাহ মানিক হত্যা মামলার আরো একজন আসামী র্যাবের জালে আটক হয়েছে। বাদশা মিয়া নামের এই আসামীকে হত্যাকান্ডের পর থেকে পলাতক ছিল। তাকে র্যাব-৭ এর অভিাযানিক দল গ্রেফতার করে গত মঙ্গলবার (২০ মে) বিকালে নগরের ফৌজদারহাট এলাকা থেকে।
গ্রেপ্তার হওয়া বাদশা মিয়া রাউজান গরীব উল্যাহ পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে। আবদুল্লাহ মানিককে হত্যা করা হয়েছিল গত ১৯ এপ্রিল রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্ল্যাহপাড়া ভান্ডারী কলোনি নামের একটি ঘরে ভাত খাওয়া হয়। তখন সন্ত্রাসীরা মানিককে সন্ত্রাসীরা মুখে ভিতর বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে। ওই হত্যাকান্ডের ঘটনায় মানিকের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল। ওই মামলায় এজাহারনামীয় আসামি ছিল বাদশা মিয়া।