চট্টল সময় ডেক্স ঃ
দেশে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন এর পাঠক শুভাকাংঙ্খিদের নিয়ে ফ্রেন্ডস ফোরাম এর কমিটি গঠন করা হয়েছে রাউজানে। ২৬ ফেব্রুয়ারি দুপুরে রাউজান টেনস্টার ট্রেড হাউস মিলানায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন পত্রিকার পাঠক শুভাকাংঙ্খি সমাজ সেবক ব্যবসায়ী আলহাজ্ব সেকান্দর হোসেন তালুকদার।
সংবাদ সেবী কামরুল ইসলাম বাবুর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক পরিচালক জিন্নাত আলী, পাইওনিয়ার হসপিটালের ব্যবস্থাপক মোহাম্মদ ওসমান গণি, টেনস্টার ট্রেড হাউস এর পরিচালক আলহাজ্ব এসকান্দর, ব্যবসায়ী রাজিব চৌধুরী, মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সর্বসন্মতিক্রমে জিন্নাত আলীকে আহ্বায়ক ও আলহাজ্ব সেকান্দর হোসেন তালুকদারকে সদস্য সচিব করা হয়। এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে কামরুল ইসলাম বাবু,প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল আজিমকে। যুগ্ম সদস্য সচিব হিসাবে থাকছেন মোহাম্মদ ওসমান গণি, আলহাজ্ব এসকান্দর ,রাজিব চৌধুরী। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৫ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রাউজান যায়যায়দিন প্রতিনিধি মীর আসলাম।