মীর আসলাম.
রাউজানের হযরত এয়াছিনশাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মচারীকে আবেগঘন পরিবেশে অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিদ্যালয়ের সাজেদা কবির চৌধুরী মিলানায়তনে এই বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা দীর্ঘ সময়কাল বিদ্যালয়ে থাকা শিক্ষকদের বিদায় দিতে গিয়ে অনেকেই আবেগ আফ্লুত হয়ে কাঁন্নায় ভেঙ্গে পড়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে ফুল সজ্জিত গাড়িতে বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে বিদায় জানান। বিদায় নেয়া তিন শিক্ষক কর্মচারী হচ্ছেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ সোলেমান, নুরুল ইসলাম বিএসসি ও অফিস সহকারী সুবোধ ভট্টচার্য।
বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। সিনিয়র শিক্ষক মাওলানা শফিউল আজগরের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের জনসাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্জ এস এম বাবর, সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,সুজন দে, শিক্ষক মোস্তাফিজুর রহমান চৌধুরী, তসলিমা আকতার চৌধুরী,ভাগ্যধন ভট্রচার্য,ফরিদ মিয়া,এস এসসি পরীক্ষার্থী ফায়জা খানম,জান্নাতুন নাইম পায়েল,জান্নাতুল মাওয়া জান্নাতুল ফেরদৌস,লিপি আকতার,নুসরাত জাহান,মোহাম্মদ নুরনবী প্রমুখ।