চট্টল নিউজ ডেক্স ঃ
চট্টগ্রাম-৬ রাউজান নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী শফিউল আজম তার ট্রাক প্রতিকের সমর্থনে বাদ্যবাজনা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ২ জানুয়ারি মঙ্গলবার তাকে দেখা গেছে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ঢোল বাজনার সাথে তার কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন।
কখনো টেক্সি, কখনো ট্রাক, কখনো রিক্সায় দাঁড়িয়ে ৭ জানুয়ারি সকলে ভোটারদের স্বঃতস্ফুত ভাবে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। উৎসুক জনতা প্রচারণায় ঢোলবাদ্য কেন এমন প্রশ্নের জবাবে বলেন এটি তার বিজয় উৎসব, ৭ জানুয়ারি নির্বাচনী তিনি বিজয়ী হবেন দাবি করে জানান নির্বাচনের দিন বিজয়ী মিছিল করতে দেয়া হবে না,
তাই আগেই বিজয়ী উৎসব করছেন। স্থানীয়রা জানিয়েছেন এই প্রার্থী প্রতিক পাওয়ার পর থেকে এলাকায় প্রচারণায় আছেন। প্রচারণা কালে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর উন্নয়নের ভুয়সী প্রশংসাও করছেন।