চট্টল সময় ডেক্স ঃ
ছাত্র-জনতার গণঅভ্যুহ্থনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিভাগ ও দপ্তরের সংষ্কার কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনের আলোকে চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসাবে যোগ দিচ্ছেন ফরিদা খানম। তিনি এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসাবে সংযুক্ত ছিলেন। ৯ সেপ্টেম্বর সোমবার প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে অন্তর্বর্তী সরকার গত ২০ আগস্ট দেশের ২৫ জেলা থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছেন। এখন এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন।
উল্লেখ্য ২০২২ সালের শেষের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পেয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এখন তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক হিসাবে যোগাদান করবেন বলে জানা যায়।