চট্টল সময় ডেক্স ঃ
রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাহেদ হোসেনকে প্রত্যাহার পর থানার বড় কর্তার দায়িত্বে ছিলেন ওসি তদন্ত সিদ্দিকুর রহমান। ওসির শূন্য পদে নতুন করে কোন কর্মকর্তা পদায়ন না করলেও থানা থেকে বদলি করা হয়েছে সিদ্দিকুর রহমানকে।
এই তথ্য নিশ্চিত করেছে থানার বর্তমান সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকা উপপরিদর্শক নাফিজুল ইসলাম। জানা যায় ওসি তদন্তকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয় বরিশাল রেঞ্জে।
গত ২ সেপ্টেম্বর সোমবার রাউজান থানার ওসি জাহিদ হোসেনকেসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয় স্ব স্ব থানা থেকে।
এরপর ওসি দায়িত্ব পালন করেছিলেন ওসি তদন্ত। থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেছেন, ‘রাউজান থানার ওসিকে প্রত্যাহার করার পর এখনো নতুন অফিসার ইনচার্জ (ওসি) দেয়া হয়নি। এরমধ্যে ওসি তদন্ত বদলি হয়েছে। উল্লেখ্য সম্প্রতি জেলার ৬ থানায় নতুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেয়া হলেও এখনো রাউজান থানায় কোনো ওসি না দেয়া থানা প্রশাসনের কমে গতি আসছে না।